বিএনপি থেকে পদত্যাগ করা ফয়জুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন

বিএনপির মালয়েশিয়া শাখার সহ-সমাজকল্যাণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করা ড. ফয়জুল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। সোমবার (৪ আগস্ট) বিকেল ৪টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ড. ফয়জুল হক বলেন, আমি আর কোনো রাজনৈতিক দলের ব্যানারে থাকব না। কারণ, কোনো দলে থাকলে সে দলের অন্যায়-অবিচারের সমালোচনা করা যায় না। আমি ভালোকে ভালো, মন্দকে মন্দ বলার স্বাধীনতা নিয়ে পথ চলতে চাই। আমি এখন থেকে আর কারও ছায়ায় নয়, একজন স্বাধীনচেতা মজলুম মানুষের প্রতিনিধি হয়ে জনগণের পক্ষে দাঁড়াতে চাই।
তিনি আরও বলেন, দল নয়, দেশই আমার প্রথম পরিচয়। আমি যে কোনো ভালো উদ্যোগে সমর্থন দেব, সেটা দলীয় হোক বা অদলীয়—তাতে আমার আপত্তি নেই। আমি পাথর মারা, সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি— এই রাজনীতির বিরুদ্ধে। আমি এর কোনোটিকেই প্রশ্রয় দেই না, দেবও না। এলাকায় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমি কোনো অপরাধে জড়িত না। আমি বহুদিন ধরে এলাকায় সমাজসেবা করে আসছি। মানুষের পাশে দাঁড়িয়েছি নিঃস্বার্থভাবে।
বিএনপি ত্যাগ করার ব্যাপারে ফয়জুল হক বলেন, ২০১৫ সাল থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে দেশে ও বিদেশে ইসলামপন্থি ও সমাজকেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় ছিলাম। ২০১৮ সালে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে মনোনয়ন প্রত্যাশীও ছিলাম। কিন্তু বর্তমানে দলটি যে রাজনৈতিক অবস্থানে পৌঁছেছে, বিশেষ করে ৫ আগস্টের ঘটনার পর ইসলামপন্থিদের বিরুদ্ধে তাদের বক্তব্য আওয়ামী লীগের সঙ্গে মিল খেয়েছে— এতে আমি ডানপন্থি একজন রাজনীতিক হিসেবে নিজেকে কোণঠাসা অনুভব করি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছি।
তিনি বলেন, আমি কারো বিরুদ্ধে নয়, মানুষের পক্ষে রাজনীতি করতে চাই। পীর-মাশায়েখ, আলেম-ওলামা ও আমার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই— আদর্শ ও মূল্যবোধভিত্তিক রাজনীতি হোক, যেখানে সাধারণ মানুষের অধিকার রক্ষা পাবে।
নিজেকে একজন ‘মজলুম প্রার্থী’ হিসেবে তুলে ধরে ফয়জুল বলেন, আমি যদি সংসদে যাওয়ার সুযোগ পাই, তাহলে বৃহৎ পরিসরে মানুষের জন্য কাজ করতে পারব। আমি বিশ্বাস করি, আমার প্রতি মানুষের আস্থা আছে। ইনশাআল্লাহ, আমি কমপক্ষে ৬০ থেকে ৭০ হাজার ভোটে জয়ী হব।
বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই দেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার মতো শক্তিশালী নেতৃত্ব খুব কম দেখা গেছে। আমি তার প্রতি চিরকাল সম্মান ও ভালোবাসা রেখে চলব। তাদের প্রতি এই আমার বিশ্বাস কেউ তা কেড়ে নিতে পারবে না।
সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর জামায়াত ইসলামের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, সাবেক শিবির নেতা মো. সাকলাইন মোশতাকসহ জামায়াতপন্থি বিভিন্ন সংগঠনের সুধীজন।
শাহীন আলম/আরএআর