খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের প্রত্যাবর্তন কামনায় মোনাজাত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল) জিয়া পরিষদ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে জিয়া পরিষদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ইউনিটের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ বিডিবিএল ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার মো. রকীব হোসেন। মাহফিল সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মোকসেদুল ইসলাম মিজান। এতে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ কর্মচারীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। দীর্ঘ সময় কারারুদ্ধ ও সঠিক চিকিৎসা না পাওয়ায় তিনি বর্তমানে অসুস্থ। দেশবাসী তার দ্রুত সুস্থতা ও বিদেশের উন্নত চিকিৎসার অপেক্ষায় রয়েছে।
সভাপতির বক্তব্যে রকীব হোসেন বলেন, আমরা আজ দেশনেত্রীর সুস্থতার জন্য আল্লাহর দরবারে হাত তুলেছি। আমরা বিশ্বাস করি, খুব দ্রুত তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরবেন এবং তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আবার সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম মিজান বলেন, বিডিবিএল-এর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সবসময় গণতন্ত্র ও সত্যের পথে অবিচল। তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতির জন্য এখন সময়ের দাবি।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের মুক্তি ও নিরাপত্তা কামনায় দোয়া করা হয়। এছাড়া বিডিবিএল-এর উত্তরোত্তর সাফল্য এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা কামনায় মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।
এমএএস
