যশোরে মাদক মামলায় কারবারির ১০ বছরের কারাদণ্ড

যশোরে মাদক মামলায় এক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ আগস্ট) বিশেষ দায়রা জজ এসএম নূরুল ইসলাম এ কারাদণ্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ সহকারী পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান পলাশ।
সাজাপ্রাপ্ত ভোলা হোসেন চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও হুদা চৌগাছা গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৭ অক্টোবর রাতে মাসিলা ক্যাম্পের বিজিবি সদস্যরা মশ্মিমপুর স্কুলের পেছনে অবস্থান নেয়। এ সময় মাঠের মধ্য দিয়ে রাস্তার দিকে আসার সময় ভোলা হোসেন বিজিবি সদস্যদের দেখে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৯৭ বোতল ফেনসিডিল।
এ ঘটনায় বিজিবির হাবিলদার তোহরুল ইসলাম বাদী হয়ে আটক ভোলা হোসেনের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার তদন্ত শেষে আসামি ভোলা হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই বিল্পব সরকার। সাক্ষ্যগ্রহণ শেষে আসামি ভোলা হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
রেজওয়ান বাপ্পী/জেডএস