জুলাই গণ-অভ্যুত্থান দিবসে কক্সবাজারে বিএনপির পৃথক কর্মসূচি

জুলাই গণ-অভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষ্যে কক্সবাজারের দুই উপজেলা উখিয়া ও টেকনাফে বিএনপির তিনটি পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবসে টেকনাফ পৌর বাসস্টেশনে দুপুর ১২টার দিকে শোভাযাত্রার আয়োজন করে বিএনপির পৌর ও উপজেলা শাখা। এসময় প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রায় নেতৃত্ব দিতে দেখা যায় উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে।
উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকীর সভাপত্বিতে অনুষ্ঠিত শোভাযাত্রা পরবর্তী সমাবেশের বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, জুলাইয়ের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটলেও টেকনাফে দুর্নীতি, মাদক কারবার ও চাঁদাবাজি বন্ধ হয়নি। তিনি অভিযোগ করে বলেন, ওসি প্রদীপের সময়কালে এখানে 'ক্রসফায়ারের রাজত্ব' কায়েম হয়েছিল।
টেকনাফ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমাদের সমাবেশে দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা এসেছে, হিসেব করলে ২০ হাজার ছাড়িয়ে যাবে।

একই স্থানে বিকেল ৪টার দিকে পৃথক একটি সমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপির ব্যানারে। জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ এতে নেতৃত্ব দেন।
আব্দুল্লাহ সেই সমাবেশে বিএনপির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক শাহজাহান চৌধুরীকে কটাক্ষ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, শাহজাহান চৌধুরী টেকনাফের জনগণকে শোষণ করছেন। তিনি ভাড়া করে লোক এনে বেশি জনসমাগম দেখিয়েছেন, যা বিভ্রান্তিকর।
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বলে দাবি করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ। তবে বর্তমান কমিটির বাইরে গিয়ে পৃথক কর্মসূচি কেন? এমন প্রশ্নে কোনো মন্তব্য করেননি তিনি।
এদিকে টেকনাফে পৃথক এই কর্মসূচি চলাকালীন বিকেল ৪টার দিকে উখিয়া সদর স্টেশনে উপজেলায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাহজাহান চৌধুরীর নেতৃত্বে গণ-মিছিল শেষে সমাবেশের সময় মহাসড়কের প্রায় এক কিলোমিটার জুড়ে উপস্থিত ছিল দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় শাহজাহান চৌধুরী তার বক্তব্যে সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জাহান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, শাহজাহান চৌধুরী উখিয়া-টেকনাফের গণমানুষের নেতা। আমাদের সমাবেশ প্রমাণ করেছে উনাকে এই অঞ্চলের মানুষ কতটা ভালোবাসেন।
প্রসঙ্গত, টেকনাফ উপজেলা বিএনপির কমিটিকে কেন্দ্র করে শাহজাহান চৌধুরী ও আব্দুল্লাহর মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এমন পরিস্থিতিতে তাদের মধ্যে বিভ্রান্তি ও হতাশার সৃষ্টি করেছে।
আরকে