সুনামগঞ্জে বাস চাপায় তিনজন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

সুনামগঞ্জে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহতের ঘটনায় ঘাতক বাসচালককে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার চালকের নাম জাকির আলম (৩৫)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা সিলেটের বিশ্বনাথ এলাকা থেকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়কলস এলাকায় সিলেটগামী একটি বাস ও সুনামগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশী (১৭) ও আলীপাড়ার বাসিন্দা শফিক মিয়া (৭৩)। গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তীকে (১৭) সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত সিএনজির চালকসহ আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
র্যাব ৯ এর পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তামিম রায়হান/এমটিআই