খাগড়াছড়িতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পেশাজীবী সাংবাদিকরা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন বক্তারা।
শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি মাস্টার পাড়া সড়কের সামনে থেকে ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস প্রমুখ।
প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সাংবাদিকরা নিরাপদ নয়। দুঃশাসনের বিরুদ্ধে লেখালেখি করায় সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরেছে বলেই পরিবর্তনের জোয়ার এসেছে। ভবিষ্যতেও যদি কেউ এ ধরনের দমননীতি অনুসরণ করে, তার পরিণতিও হবে একই। সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মোহাম্মদ শাহজাহান/এমজে