খুলনার ৩২টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টির মধ্যে ৩২টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে খুলনার সোনাডাঙ্গাস্থ একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। তবে, নির্বাচনে ইসলামী ঐক্য ও দেশের বৃহত্তর স্বার্থে যে কোনো জোটভুক্ত হয়ে নির্বাচনে তারা অংশ নিতে পারেন বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।
খুলনা বিভাগের ৩২টি আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য প্রার্থীরা হলেন— খুলনা-১ আসনে মাওলানা এমদাদুল হক, খুলনা-২ আসনে অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম, খুলনা-৩ আসনে এফএম হারুন-অর-রশীদ, খুলনা-৪ আসনে দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা-৫ আসনে মুফতি আ. জব্বার আজমী, খুলনা-৬ আসনে মাওলানা সোলাইমান হোসেন নোমানী, বাগেরহাট-১ আসনে মাওলানা খায়রুল ইসলাম হেলালী, বাগেরহাট-২ আসনে শায়খুল হাদিস আমিরুল ইসলাম সিদ্দিকী, বাগেরহাট-৩ আসনে মুফতি ফরিদ আহমদ হেলালী, বাগেরহাট-৪ আসনে অধ্যাপক ইয়াকুব আলী তালুকদার, সাতক্ষীরা-৩ আসনে মুফতি কামাল উদ্দিন, মেহেরপুর-১ আসনে অধ্যাপক আব্দুল হান্নান, মেহেরপুর-২ আসনে হোসাইন বাদশা, কুষ্টিয়া-১ আসনে মাওলানা শরীফুল ইসলাম, কুষ্টিয়া-২ আসনে মুফতি আবদুল হামিদ, কুষ্টিয়া-৩ আসনে অধ্যাপক সিরাজুল হক, কুষ্টিয়া-৪ আসনে মাওলানা আলী আশরাফ, চুয়াডাঙ্গা-১ আসনে মো. মোখলেছুর রহমান, চুয়াডাঙ্গা-২ আসনে অ্যাডভোকেট মো. ইউনুস আলী, ঝিনাইদহ-১ আসনে মাওলানা আবু তালেব, ঝিনাইদহ-২ আসনে অধ্যাপক ইসমাইল জবিউল্লাহ, ঝিনাইদহ-৪ আসনে মাওলানা ওয়াজিউল্লাহ, যশোর-১ আসনে মাওলানা মাহাবুব উল্লাহ, যশোর-২ আসনে মাওলানা কামাল হোসাইন, যশোর-৩ আসনে মাওলানা হাফেজ আবদুল্লাহ, যশোর-৪ আসনে মাওলানা মনিরুজজামান, যশোর-৫ আসনে হাফেজ মাওলানা বিল্লাল হোসেন, যশোর-৬ আসনে মাওলানা শফিউল্লাহ, মাগুরা-১ আসনে ড. মাওলানা ফয়জুল ইসলাম, মাগুরা-২ আসনে ডা. শামসুজজামান, নড়াইল-১ আসনে হাফেজ মাওলানা জিন্নাত আলী, নড়াইল-২ আসনে মাওলানা আবদুল হান্নান সরদার। তবে বিভাগের অন্য ৪টি আসনেও পরবর্তী সময়ে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলেও প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। সেই চারটি আসন হচ্ছে সাতক্ষীরা ১, ২ ও ৪ এবং ঝিনাইদহ ৩।
প্রার্থী ঘোষণার আগে প্রেস ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে দলের নায়েবে আমির অধ্যাপক মো. সিরাজুল হক নির্বাচনের আগে বিগত ১৭ বছরের সব ধরনের নির্যাতন, খুন-গুমের সুষ্ঠু বিচার, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার, প্রশাসনিক সব কর্মকর্তাকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখা, অবৈধ টাকা ও অস্ত্র উদ্ধার, পেশিশক্তি নিয়ন্ত্রণ এবং সব ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড বজার রাখার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, দেশের সব বিভাগেই প্রার্থী ঘোষণা প্রক্রিয়ার অংশ হিসেবে খুলনার প্রার্থী ঘোষণা হলো। তবে ইসলামী জোট হলে সব দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে কোন আসনে কোন দলের প্রার্থী থাকবে সে সিদ্ধান্ত হবে।
প্রেস ব্রিফিংয়ে শুরুতেই জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহত ও অসুস্থদের সুস্থ্যতা কামনা করে তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তবে নির্বাচনের আগে সংস্কার, বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি সম্প্রতি প্রকাশিত জুলাই ঘোষণাপত্রে সংশোধন করতে হবে।
প্রেস ব্রিফিংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে বিগত ১৭ বছরের সব প্রকার নির্যাতন খুন-গুমের সুষ্ঠু বিচার, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার, প্রশাসনিক সব কর্মকর্তাদের সম্পূর্ণ নিরপেক্ষ রাখার ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ টাকা ও অস্ত্র উদ্ধার, পেশিশক্তি নিয়ন্ত্রণসহ সব ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিন্ড বজায় রাখার দাবি জানানো হয়।
প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক মাস্টার আব্দুল মজিদ, ফরিদপুর জোন পরিচালক মাওলানা নাসির উদ্দিন, খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খুলনা মহানগর সভাপতি এফ এম হারুন অর রশীদ, যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, বাগেরহাট জেলা সভাপতি মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী, নড়াইল জেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নান সরদার প্রমুখ।
মিলন/এসএম