পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৩ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৩ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অস্থায়ী লঞ্চঘাট ব্যবহারের অনুপযোগী হওয়ায় সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফের লঞ্চ চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী।
লঞ্চঘাট সূত্রে জানা গেছে, পদ্মার প্রবল স্রোতের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট নদীতে বিলীন হওয়ার পরে নৌপথে লঞ্চ সার্ভিস স্বাভাবিক রাখতে ২ নম্বর ফেরিঘাটে অস্থায়ী লঞ্চঘাট করে কর্তৃপক্ষ। তবে নদীর তীব্র স্রোতের কারণে ফেরিঘাটের র্যাম্পের নিচ থেকে মাটি সরে গিয়ে দ্বিতীয় দফায় লঞ্চঘাট ব্যবহারের অনুপযোগী হয়ে পরে। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সম্পূর্ণভাবে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে নৌপথে লঞ্চ যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আরও পড়ুন
পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী বলেন, গতকাল সন্ধ্যর দিকে অস্থায়ী লঞ্চঘাট ভেঙে যায়, পরে নৌপথে লঞ্চ সার্ভিস বন্ধ রাখা হয়। তবে ফেরিঘাটের উত্তরের কড়ইতলা এলাকায় অস্থায়ীভাবে লঞ্চ ঘাট করা হয়েছে। যাত্রীরা সেখান থেকেই লঞ্চ যোগে নদী পারাপার হচ্ছেন।
এর আগে, গত মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি ধসে পড়ে এবং অপর জেটি ঝুঁকিতে পড়ে। পরে জরুরি ভিত্তিতে লঞ্চগুলোকে ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে সীমিত আকারে লঞ্চ সার্ভিস চালু রাখা হয়। কিন্তু নতুন করে ওই ঘাটের র্যাম্প ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
সোহেল হোসেন/এএমকে