টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। রোববার (১৩ জুন) বিকেলে ঘাটাইল-সাগরদিঘী সড়কের বইন্নাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- মধুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে আমজাদ হোসেন (৪৫) ও গোপালপুর উপজেলার কাঠালিয়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে মঞ্জুরুল করিম (৩২)।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, উপজেলার বইন্নাদিঘী এলাকায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এসময় আহত হন আরও তিনজন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
অভিজিৎ ঘোষ/ওএফ