বনানীর সিসা বারে যুবককে হত্যা : কুমিল্লা থেকে দুইজন গ্রেপ্তার

রাজধানী ঢাকার বনানী এলাকায় ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত দুইজন যুবককে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৫ আগস্ট) কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গামারুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার আবদুল ওহিদের ছেলে মুন্না (২৭) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার গাংটিয়ারা গ্রামের আবদুল্লাহ আল মামুনের ছেলে মাকসুদুর রহমান হামজা (২৬)।
র্যাব ১১ সিপিসি ২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক (উপ পরিচালক) মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ঢাকায় নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি নামের ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর ভবনে সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে রাব্বির পায়ে ছুরিকাঘাত করেন তার পূর্বপরিচিত কয়েকজন যুবক। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
আরিফ আজগর/এমএন