ভোট চাইতে মাঠে নেমেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দাবি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ৩১ দফা তুলে ধরে ধানের শীষ মার্কায় ভোট চাচ্ছেন দলটির নেতা-কর্মীরা।
বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা শহরের এসএস রোড এলাকায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে প্রায় ৫ হাজার লিফলেট বিতরণ কর্মসূচির কার্যক্রম শুরু হয়। সেই লিফলেটে তারেক রহমানের ৩১ দফা তুলে ধরা হয়েছে।
রাস্তার দুই পাশের বিভিন্ন দোকান, শোরুম, এবং রাস্তায় যাতায়াত করা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান সেই লিফলেট তুলে দিচ্ছেন। একইসঙ্গে তিনি সাধারণ মানুষের কাছে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির স্বপ্ন, আশা ও উদ্যোগের কথা তুলে ধরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন।
রহমান মিয়া নামে এক রিকশাচালক বলেন, ৩১ দফায় তো অনেক সুন্দর কথা লেখা। বলার চেয়ে যদি সত্যি করে দেখাতে পারে, তাহলে এই জাতির যত আক্ষেপ সেটি পূরণ হবে।
লিফলেট বিতরণ শেষে মির্জা মোস্তফা জামান ঢাকা পোস্টকে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা মাঠে আছি। তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। সব শ্রেণি-পেশার মানুষের কাছে ছুটে চলছি প্রতিটি সময়। শুধু আশ্বাস নয়, মানুষের বিশ্বাসের জায়গায় আমরা পৌঁছাতে চাই।
লিফলেট বিতরণ কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক মিন্টু সরদার, সহ-প্রচার সম্পাদক জিন্না সরদার, সাবেক শ্রমিক দল নেতা সাজুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মো. নাজমুল হাসান/এএমকে