কক্সবাজার সৈকতে ভেসে এলো জেলের মরদেহ

কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভেসে আসা এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের পেয়ারাকাটা গ্রাম-সংলগ্ন সৈকতের বালিয়াড়িতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের পাশাপাশি মরদেহের পরিচয় শনাক্ত করে।
নিহত জকির উদ্দিন (৩৪) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের তেলিয়াকাটা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
আরও পড়ুন
নিহতের ভাতিজা শওকত বলেন, শনিবার সকাল ৭টার দিকে লেমশীখালী দেলোয়ারের মালিকানাধীন ট্রলার যোগে ফিশিং করতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় তার চাচা জকির। এরপর বিকেলে সৈকতে একটি মরদেহ ভেসে আসার খবরে পরিবারের সদস্যরা পরনের পোশাক দেখে জকিরকে শনাক্ত করা হয় বলে জানান তিনি।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এএমকে