সুন্দরবনের কোলঘেঁষে নদীর চর দখল, অবৈধ রিসোর্ট উচ্ছেদ

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের কোলঘেঁষে মালঞ্চ নদীর চর দখল করে নির্মিত অবৈধ রিসোর্ট উচ্ছেদ করেছে প্রশাসন। রোববার (২৪ আগস্ট) সকালে উপজেলার মৌখালী এলাকায় সদ্য গড়ে ওঠা ‘এ অ্যান্ড এন ট্রাভেল অ্যান্ড ট্যুরস’ নামের রিসোর্টটিতে অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে নদীর জায়গায় রিসোর্টটির নির্মাণ কাজ শুরু হয়। নিজ দায়িত্বে স্থাপনা সরানোর নির্দেশনা দেওয়া হলেও তা উপেক্ষা করা হয়। অবশেষে উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশের যৌথ উদ্যোগে রিসোর্টটি উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ ইউনিয়নের ভূমি কর্মকর্তা (তহশিলদার) সঞ্জয় রায়। এ সময় পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-সহকারী প্রকৌশলী মো. ফরিদুল ইসলাম, বন বিভাগের ফরেস্টার ফায়াজুর রহমান এবং নীলডুমুর ট্যুরিস্ট পুলিশের এসআই সুজিত সরকার উপস্থিত ছিলেন।

তহশিলদার সঞ্জয় রায় বলেন, নদীর জায়গায় কোনোভাবেই স্থাপনা নির্মাণের সুযোগ নেই। নির্দেশনা অমান্য করায় অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে।
স্থানীয়রা জানান, সুন্দরবনের পাশে নদীর চর দখল করে প্রভাবশালী চক্রের অবৈধ স্থাপনা নির্মাণে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করছিল। এ ধরনের উচ্ছেদ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
ইব্রাহিম খলিল/আরএআর