মেয়াদোত্তীর্ণ ওষুধ, ব্যবহৃত ইনজেকশন ও গ্লাভস দিয়ে অস্ত্রোপচার

পঞ্চগড়ের বোদায় সুরমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ব্যবহৃত ইনজেকশন ও স্টেরাইল গ্লাভসসহ বিভিন্ন অনুপযুক্ত চিকিৎসাসামগ্রী জব্দ করেছে যৌথবাহিনী।
রোববার (২৪ আগস্ট) বিকেলে বোদা উপজেলা সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ মেয়াদোত্তীর্ণ ওষুধ, ব্যবহৃত ইনজেকশন ও স্টেরাইল গ্লাভস এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে দেখাতে ব্যর্থ হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা হাসপাতালটিকে সিলগালা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের চিকিৎসাসামগ্রী ব্যবহার করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এমনকি অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের সময়ও এসব অনুপযুক্ত সামগ্রী ব্যবহার করা হতো। ব্যবহৃত ইনজেকশন ও গ্লাভস পুনরায় ব্যবহারের অভিযোগও রয়েছে, যা রোগীদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছিল।

অভিযানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদমান সাকিব, বোদা থানার এসআই রবিউল ইসলামসহ সেনা ও পুলিশ সদস্যরা।
ডা. সাদমান সাকিব বলেন, এ ধরনের অভিযানে সাধারণ মানুষ উপকৃত হবে। এখন থেকে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো আরও সতর্ক থাকবে। এতে সেবার মান বাড়বে এবং রোগীরা সঠিক চিকিৎসা পাবে।
আরও পড়ুন
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা বলেন, জনগণের স্বাস্থ্য ও ভোক্তার অধিকার রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত বাজার ও ক্লিনিকগুলো মনিটরিং করা হবে। কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান পরিচালনাকারী লেফটেন্যান্ট ফরহাদ বলেন, মানুষের অভিযোগের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিদর্শনে দেখা গেছে, অপারেশন থিয়েটারের অধিকাংশ সামগ্রীই মেয়াদোত্তীর্ণ। এমনকি ২০২২ সালের পুরোনো প্রোডাক্টও ব্যবহার হচ্ছিল। আমাদের উদ্দেশ্য শুধু শাস্তি দেওয়া নয়, বরং মালিকপক্ষকে সচেতন করা—যাতে তারা আইন মেনে সেবা দেয় এবং রোগীরা প্রতারিত না হন।
মো. নুর হাসান/এএমকে