লতিফ সিদ্দিকীর বাসায় আগুনের ভিডিওটি গুজব

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাসায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ভিডিওটি গুজব বলে জানিয়েছে পুলিশ। এই ভিডিওটি কোন এলাকার সেটি এখনও নিশ্চিত করা যায়নি। তবে টাঙ্গাইলের কালিহাতীতে লতিফ সিদ্দিকীর দুই বাসার আশপাশে পুলিশের দুটি টিম সার্বক্ষণিক নজরদারি করছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে লতিফ সিদ্দিকীর বাসায় লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনাটি গুজব। বেআইনিভাবে যেন কেউ হামলা বা কোনও ধরনের ক্ষতি করতে না পারে সেজন্য লতিফ সিদ্দিকীর দুই বাসার আশপাশে পুলিশের দুটি দল সার্বক্ষণিক নজরদারি রাখছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত অনুষ্ঠান ঘিরে উত্তেজনার পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে তাদের রাজধানীর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদ ও মুক্তি চেয়ে বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তার ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
আরিফুল ইসলাম/এমজে