পর্যটক অপহরণের অভিযোগে আটক ৪

খাগড়াছড়িতে পর্যটক অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের চার নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা তাদেরকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে।
আটককৃতরা হলেন—জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুনা প্রিয় চাকমা, দ্বীন ইসলাম পারভেজ, সদস্য আতাউর রহমান সুজন এবং দেলোয়ার হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার খাগড়াছড়িতে বেড়াতে এসে রাঙ্গামাটি যাওয়ার পথে ছয়জন পর্যটককে অপহরণ করা হয়। মোটরসাইকেলে করে তাদের রাঙ্গামাটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হলেও বাকিদের মধ্যে মো. সেলিম নামে একজনকে রাঙামাটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বাকি তিন পর্যটকের খোঁজ এখনো পাওয়া যায়নি। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।
আরও পড়ুন
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আটক হওয়া চারজন যে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী—এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মোহাম্মদ শাহজাহান/এএমকে