নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব, হাসপাতালে ভর্তি দেড় শতাধিক রোগী

নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় নারী-পুরুষ ও শিশুসহ দেড় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে নাটোর আধুনিক সদর হাসপাতালে ঘুরে এমন চিত্র দেখা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দিবাগত রাত থেকেই শহরের ২ নম্বর ওয়ার্ডের ঝাউতলা ও আশপাশের এলাকায় একাধিক মানুষ ডায়রিয়ার উপসর্গে আক্রান্ত হতে শুরু করেন। রাতেই প্রায় ৩০ থেকে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হন। বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় ৬৫ জনে। আর দুপুর ১২টা পর্যন্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪৭ জনে। এদের মধ্যে পুরুষ ৬৬, নারী ৫৫ ও শিশু ২৬ জন।
এ অবস্থায় জেলা স্বাস্থ্য বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
আরও পড়ুন
নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন বলেন, আক্রান্তদের অধিকাংশই ঝাউতলা এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূষিত পানি থেকে ডায়রিয়া ছড়িয়েছে। আজকে প্রতিটি বাড়িতে পানি বিশুদ্ধকরণের ওষুধ সরবরাহ করা হবে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ মজুত আছে এবং আমাদের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা নিয়মিত সেবা দিচ্ছেন।
এদিকে, খবর পেয়ে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন বুধবার দুপুরে সদর হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আক্রান্ত রোগীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসাসেবা যথাযথভাবে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এএমকে