রাবির সেই ৯১ ছাত্রীকে নিয়ে ছাত্রদল নেতার অশালীন মন্তব্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই ৩৬ আবাসিক হলে রাত ১১টার পর প্রবেশ করায় ৯১ ছাত্রীকে হল প্রাধ্যক্ষের অফিসে ডেকে পাঠিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে হল প্রশাসন। এ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমান মিলন ওই ছাত্রীদের উদ্দেশে একটি অশালীন মন্তব্য করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
মিলন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি নিউজ ফটোকার্ডের নিচে লিখেন, ‘এগুলো ছাত্রী নয়, এগুলো বিনা পারিশ্রমিক যৌনকর্মী’। তার এই বক্তব্য মুহূর্তেই ক্যাম্পাসজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। আনিসুর রহমান মিলন দর্শন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি সিরাজগঞ্জে।
গত ২ সেপ্টেম্বরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ৩৬ হলের অনাবাসিক ও গণরুমের ছাত্রীদের দেরিতে (রাত ১১টার পর) হলে ফেরার কারণে রোল নম্বর ১-৪৫ পর্যন্ত মঙ্গলবার এবং রোল নম্বর ৪৬-৯১ পর্যন্ত ছাত্রীদের বুধবার বিকেল ৪টায় প্রাধ্যক্ষের অফিসকক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো।
এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রীদের ছবি ও নাম সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার নিচেই মিলন আপত্তিকর এ মন্তব্য করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি তার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দেন।
আরও পড়ুন
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে আনিসুর রহমান মিলনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ নিয়ে ছাত্রদলের রাবি শাখার সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুলকে একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।
জুবায়ের জিসান/এআরবি