ক্ষতিগ্রস্তদের মুখে হাসি ফোটালেন ইউএনও ফারজানা রহমান

মানুষের দুঃসময়েই মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। সেই মানবিক দায়িত্ববোধ থেকেই অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সোনারগাঁ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা রহমান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয় সরকারি সহায়তা। এতে মোট ৮৫ বান ঢেউটিন ও ২ লাখ ৫৫ হাজার টাকার গৃহ নির্মাণ মঞ্জুরি চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইউএনও ফারজানা রহমান বলেন, প্রতিটি দুর্যোগের পর সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। আপনাদের কষ্ট লাঘব করাই আমাদের দায়িত্ব। আল্লাহর রহমতে আপনাদের জীবন আবারও স্বাভাবিক হয়ে উঠবে এই বিশ্বাস নিয়েই আমরা কাজ করছি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা সোহাগ ঘোষ ও অফিস সহকারী রাজিব মিয়া।
সরকারি সহায়তা হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চোখে-মুখে স্বস্তি ও কৃতজ্ঞতার ছাপ ফুটে ওঠে। তারা বলেন, দুর্যোগে সবকিছু হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। আজ ইউএনও ম্যাডামের হাতে সহায়তা পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি।
মীমরাজ হোসেন/এমএএস