নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন লাক্স সুন্দরী সোহানিয়া

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তানজিয়া আঞ্জুম সোহানিয়া। তিনি ২০১০ সালের চ্যানেল আই-লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছিলেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে তিনি তার কার্যালয়ে যোগদান করেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সমন্বয় ও সংসদ বিভাগের দায়িত্বে কর্মরত ছিলেন।
ইউএনও সোহানিয়া টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন এই লাক্স সুন্দরী। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তাকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়।
ইউএনও সোহানিয়া বলেন, আমি যোগদান করেছি। নিজের দায়িত্ব পালন করতে সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আমার অবস্থান থেকে উপজেলার সব বিষয়ে সততার সঙ্গে কাজ করবো। সবার সহযোগিতা কামনা করছি।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে দেশের ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। এর অংশ হিসেবে তাকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
এআরবি