লেকে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ মাদরাসাছাত্রের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় লেকে মোটর দিয়ে পানি সেঁচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভালুকা উপজেলার মামারিশপুর এলাকার উজ্জল মিয়ার ছেলে আব্দুল মুমিন (১৮) ও মুক্তাগাছা উপজেলার বনবাংলা বাজার এলাকার আব্দুল মোতালেবের ছেলে মাহেদী হাসান (১৯)। তারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহীদুল ইসলাম ওরফে বাউন্ডারি শহীদের মালিকানাধীন মাদরাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদরাসার মিজান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় মাদরাসার পাশে বিএনপি নেতা শহীদের মালিকানাধীন লেকে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দিয়ে মাছ ধরতে পাঠানো হয় কয়েকজন শিক্ষার্থীদের। এ সময় মাহেদী ও মুমিন বিদ্যুৎস্পৃষ্ট হলে তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে জানতে একাধিকবার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহীদুল ইসলামের মোবাইল নম্বরে কল করলেও তিনি রিসিভ করেননি।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মাদরাসা এবং লেকটি বিএনপি নেতার মাধ্যমে প্রতিষ্ঠিত। তবে বতর্মানে এটি মাদরাসা কর্তৃপক্ষ পরিচালানা করছে। অসাবধানতাবশত মাছ ধরতে গিয়ে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে