সাতক্ষীরায় মুক্তিপণ দিয়ে ফিরলেন অপহৃত জেলে, এখনো একজন জিম্মি

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপণের টাকা পরিশোধের পর বাড়ি ফিরেছেন অপহৃত জেলে আব্দুস সালাম (২৫)। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে অপর জেলেদের নৌকায় তিনি শ্যামনগরের টেংরাখালী গ্রামের বাড়িতে ফেরেন।
পরিবার জানায়, জলদস্যুরা মাথাপিছু ৫০ হাজার টাকা দাবি করলেও অনুনয়ের পর আব্দুস সালামের মুক্তিপণ ৩৬ হাজার ৫০০ টাকায় মেনে নেয়। শুক্রবার রাতে বিকাশে টাকা পরিশোধের পর ভোরে তাকে ছেড়ে দেয়।
এ ঘটনায় এখনো জিম্মি রয়েছেন আরেক জেলে বিজয় কাহার (৩৮)। তার মুক্তিপণের টাকা জোগাড় করতে না পারায় পরিবার উদ্বিগ্ন। জলদস্যুরা তাকে ছাড়তে ৫০ হাজার টাকা দাবি করেছে।
অপহরণকারীদের কাছে তিনটি আগ্নেয়াস্ত্র ছিল বলে জানিয়েছেন ফেরত আসা আব্দুস সালাম। তারা ছোট ডিঙি নৌকায় ঘুরে এ দস্যুতা চালাচ্ছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে জেলেদের পরিবার থেকে কেউ পুলিশকে অবহিত করেনি। সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে তদন্ত শুরু হয়েছে।
এ বিষয়ে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, আমি আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। জেলেরা আমাদের এসব জানায় না, কারণ অন্য জেলেদের ক্ষতির আশঙ্কায় তারা গোপনে বিকাশে টাকা দেয়। তবে আমরা নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছি। সুস্পষ্ট তথ্য ছাড়া ব্যবস্থা নেওয়া কঠিন। যৌথ বাহিনীর নেতৃত্বে টহল জোরদার করা হয়েছে।
ইব্রাহিম খলিল/আরকে