উদ্ধারের পর মুক্ত, আকাশে উড়ল ৭০ হিরামন টিয়া

চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৭০টি হিরামন টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডিঙ্গেদহ এলাকার একটি তেলের পাম্পের কাছ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। এ সময় পাচারকারিরা পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ, দামুড়হুদা উপজেলার বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় সরোজগঞ্জ ফাড়ি পুলিশের একটি টিম। পরে তাদের ফেলে যাওয়া খাচায় বন্দি টিয়াগুলো বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের ‘মানবতার জন্য’ কর্মীদের সহযোগিতায় পাখিগুলো উদ্ধার করা হয়। সংগঠনটির সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মো. আহসান হাবিব শিপলু বলেন, সোমবার বিকেলে আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ব্যাটারিচালিত ইজিবাইকযোগে প্রায় ২০০ টিয়া পাখি পাচার করা হচ্ছে। পরবর্তীতে সদর থানা-পুলিশ, বন বিভাগ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে ডিঙ্গেদহের তেলের পাম্পের কাছে ইজিবাইক থেকে খাচা বের করতে দেখে আমরা তাদেরকে আটকের চেষ্টা করলে তারা খাচাসহ ৭০টি হিরামন টিয়া ফেলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা প্রতিনিয়ত পাখি শিকারিদের বিরুদ্ধে বন বিভাগের সহযোগিতায় অভিযান পরিচালনা করি। আমরা চেষ্টা করছি প্রকৃতির অলংকারগুলো হারিয়ে না যায়। সবাই মিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আর তা হলেই কেবল রক্ষা পাবে আমাদের জীববৈচিত্র। প্রকৃতির অন্যতম অলংকার হলো পাখি। আর এই পাখিগুলো কিছু অসাধু পাখি শিকারি ও ব্যবসায়ীদের কারণে আজ বিপন্নর সম্মুখীন হচ্ছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক শাহিন সরকার বলেন, এই টিয়াগুলো বর্ডার পার হয়ে আমাদের দেশে আসে ভাদ্র মাসে। তখনই কিছু অসাধু শিকারিদের শিকার হয়। আর এক একটি টিয়া প্রায় ৩-৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে থাকে। তিনি সবাইকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ মেনে চলার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আশিস মোমতাজ বলেন, শিকার করে পাচারের উদ্দেশে পাখিগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। মানবতার জন্য সংগঠনের কাছ থেকে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। পাচারকারিদের ফেলে যাওয়া টিয়াগুলো বন বিভাগ ও মানবতার জন্য সংগঠনের সদস্য এবং এলাকাবাসীর উপস্থিতিতে নিরাপদ স্থানে অবমুক্ত করি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা, সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির টিমসহ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান, সেলিম, সাব্বির, সতেজ প্রমুখ।
আফজালুল হক/এএমকে