কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ

কুড়িগ্রাম জেলায় তীব্র সার সংকট দেখা দিয়েছে। রোপা আমন ধানে সার দিতে না পেরে বিপাকে পড়েছেন জেলার কৃষকরা। এ কারণে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সারের দাবিতে সোনাহাট স্থলবন্দর থেকে কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন তারা।
ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতু সংলগ্ন ঘণ্টির বাজার এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এ অবরোধ শুরু হয়। বিক্ষুব্ধ কৃষকরা এ সময় বিক্ষোভ মিছিলও করেন।
অবরোধ চলাকালে ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা।
পরে বিকেল গড়িয়ে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র সেখানে পৌঁছান। তার সঙ্গে ছিলেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা কৃষি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। ইউএনও কৃষকদের আশ্বাস দিয়ে বলেন বর্তমানে ৮০ বস্তা সার বরাদ্দ রয়েছে এবং তা দ্রুত আপনাদের মধ্যে বিতরণ করা হবে।
ইউএনও’র আশ্বাসে কৃষকরা প্রায় ৫ ঘণ্টা পর অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মমিনুল ইসলাম বাবু/এআরবি