তরুণ প্রজন্মকে রাজনীতি বিমুখ নয়, সচেতন হয়ে উঠতে হবে

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আলোকিত দেশ গড়তে আলোকিত মানুষ চাই। শুধুমাত্র বড় বড় ডিগ্রি বা ভালো রেজাল্ট নয়, শিক্ষার পাশপাশি মানবিকতা, ধর্ম ও সংস্কৃতির আলোয় আলোকিত হয়ে দেশ গড়তে হবে। এ কারণে তরুণ প্রজন্মকে রাজনীতি বিমুখ নয়, রাজনীতি সচেতন হয়ে গড়ে উঠতে হবে।
তিনি বলেন, বিগত দিনে রাজনীতির নামে দুর্নীতি, লুটপাট, দমন, নিপীড়নের কারণে রাজনীতিকে ধ্বংসের অনুসঙ্গ মনে করছে অনেকেই। কিন্তু রাজনীতি হচ্ছে সমাজকল্যাণ এবং দেশপ্রেমের সর্বোচ্চ প্ল্যাটফর্ম। কিন্তু এই প্ল্যাটফর্ম অপব্যবহার করে বিগত সময়ে অনেকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। এ কারণে তাদের শুধু পতনই হয় নাই, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। কিন্তু এখন রাজনীতিকে গণমুখী ও ইতিবাচক ধারায় এগিয়ে নেওয়ার সময় এসেছে। তাই শিক্ষার্থীদের রাজনীতি সচেতন থেকে দেশপ্রেম ও জাতিগতবোধে জাগ্রত থেকে ৭১ এবং ২৪ এর চেতনায় সাম্য, মানবিক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপি-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর আয়োজনে মাজেদ বাবু ফাউন্ডেশনের ব্যানারে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে ২০৪ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, বই ও বৃত্তি (নগদ অর্থ) প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, শরীফ আবেদীন জায়েদীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কৃতি শিক্ষার্থীরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে মাজেদ বাবু ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জানিয়ে বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, কৃতি শিক্ষার্থীদের এই মিলন মেলায় মনে হচ্ছে আমরা আলোর ভুবনে অনেক তারার মাঝে বসে আছি। এই তারাদের একদিন দেশের সেরা তারায় পরিণত করতে হবে। আমি আশা করছি শুধু ঈশ্বরগঞ্জের নয়, সমগ্র দেশের মুখ উজ্জল করবে আজকের সংবর্ধিত এই কৃতি শিক্ষার্থীরা।
এদিকে অনুষ্ঠান শুরুর আগে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠে অনুষ্ঠানস্থল। এ সময় ফুলেল শুভেচ্ছা শেষে করতালি, হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে মিলনায়তন।
আমান উল্লাহ আকন্দ/আরএআর