মাগুরায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মাগুরার শ্রীপুরের লাঙ্গলবাঁধ বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার গয়েশপুর ইউনিয়নের লাঙ্গলবাঁধ বাজারের বিভিন্ন মিষ্টির দোকান, খাদ্যপণ্য ও মুদি দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স বৈশাখি মিষ্টি ঘরের মালিক নিতাই চন্দ্র কুন্ডুকে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি সংরক্ষণ, স্বাস্থ্যবিধি লঙ্ঘন, পণ্যের প্যাকেটে অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং দই মিষ্টিতে ক্ষতিকর নন-ফুডগ্রেড রং ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন
একই অভিযানে মেসার্স কুটুমবাড়ি মিষ্টান্নের মালিক কালাচাঁদ কুন্ডুকে অস্বাস্থ্যকরভাবে দই-মিষ্টি সংরক্ষণ ও আগের দিনের বাসি খাবার বিক্রির অভিযোগে ৩ হাজার টাকা এবং মেসার্স কুন্ডু মিষ্টান্ন ভাণ্ডারের মালিক স্বপন কুমার কুন্ডুকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, মোড়কে উৎপাদনের তারিখ-দাম না দেওয়া এবং অতিরিক্ত ওজন রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন মানুষের জন্য মারাত্মক ঝুঁকি। তাই জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। অভিযানে বাজারের অন্য দোকানও তদারকি করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়ায়, সে বিষয়েও সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
তাছিন জামন/এসএসএইচ