গোল্ডেন টিউলিপ ও রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রক্তদান কর্মসূচি

সমাজের প্রতি প্রতিশ্রুতির দৃষ্টান্ত স্বরুপ গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডমার্ক ঢাকা গত শনিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রক্তদান কর্মসূচি সম্পন্ন করেছে। হোটেল প্রাঙ্গণে আয়োজিত এই কার্যক্রমে কর্মী, অতিথি এবং স্থানীয় সম্প্রদায়ের সদস্যদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে।
উদ্যোগটি দেশজুড়ে রোগীদের জন্য নিরাপদ এবং সহজে প্রাপ্য রক্তের নিরন্তর চাহিদা পূরণের অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল। এই ইভেন্টটি সমাজের উন্নয়নে অবদান রাখা এবং গুরুত্বপূর্ণ মানবিক কার্যক্রমে সমর্থন জোগানোর প্রতি হোটেলের প্রতিশ্রুতির প্রমাণ বহন করে।
কর্মসূচি সম্পর্কে গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডমার্ক ঢাকা জানায়, এই মহৎ উদ্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে অংশীদার হতে পেরে আমরা সম্মানিত। প্রতিটি রক্তদাতার অংশগ্রহণ এবং নিঃস্বার্থ উৎসাহ ছিল আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। এই কর্মসূচির সাফল্য আমাদের সম্প্রদায়ের উদারতার সরাসরি ফল, এবং এটি আমাদের এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে জনকল্যাণে ব্যবসা প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে আসা একদল নিবেদিত প্রাণ চিকিৎসাকর্মী সকল অংশগ্রহণকারীর জন্য একটি নিরাপদ, মসৃণ এবং অত্যন্ত কার্যকর রক্তদান প্রক্রিয়া নিশ্চিত করেছেন। ইভেন্ট চলাকালীন সকল স্বাস্থ্য ও নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করা হয়েছিল। এই কর্মসূচিতে সংগৃহীত রক্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক জীবন-হুমকির সম্মুখীন রোগী, দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং জরুরি চিকিৎসাসেবার প্রয়োজনে থাকা অন্যান্য রোগীদের জীবন রক্ষাকারী রক্ত সঞ্চালনে ব্যবহৃত হবে।
এমএএস
