জাতীয় নিরাপত্তা রক্ষায় গোয়েন্দা তৎপরতা জোরদার করতে হবে

জেলা পুলিশের গোয়েন্দা কার্যক্রম যত বেশি শক্তিশালী হবে, জাতীয় নিরাপত্তা ততটাই সুরক্ষিত থাকবে এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। তিনি শেরপুর জেলা পুলিশের বিশেষ শাখার বার্ষিক পরিদর্শনে এসে এ কথা বলেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এরপর ডিআইজি আতাউল কিবরিয়া জেলা পুলিশের বিশেষ শাখার কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন।
তিনি প্রতিটি গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র খতিয়ে দেখেন এবং সন্তোষ প্রকাশ করে বলেন, আমি দেখেছি শেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার কাজ বেশ গোছানো। তবে সময়ের সঙ্গে সঙ্গে এ কার্যক্রম আরও আধুনিক করতে হবে। তথ্য সংগ্রহে গতি ও নির্ভুলতা বজায় রাখতে হবে।
পরিদর্শন শেষে তিনি কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার মূল ভিত্তি হলো তথ্য। আপনাদের কাজ হবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ আরও জোরদার করা। দেশের স্বার্থে, জনগণের নিরাপত্তার স্বার্থে এ দায়িত্বে কখনোই শৈথিল্য আসতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় গোয়েন্দা কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে নতুন কৌশল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। পরে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং পুলিশের চলমান উদ্যোগগুলোর প্রশংসা করেন।
ওই সময় নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিএসবি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাইমুর রহমান তালুকদার/এআরবি