বিধবা নারীকে ছুরিকাঘাত, ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

জয়পুরহাটের কালাই উপজেলায় গভীর রাতে এক বিধবা নারীকে ছুরিকাঘাত করে দুর্ধর্ষ লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘবদ্ধ দুর্বৃত্তরা ওই নারীর বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পনুট ইউনিয়নের নান্দাইল দিঘী লকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। আহত নারীর নাম শাহানা বেগম। তিনি ওই গ্রামের মৃত নান্নু মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী শাহানা বেগম বলেন, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তিনি বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে তারা ঘরে থাকা নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন দামি আসবাবপত্র লুট করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে প্রতিবেশী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ঘটনার খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিধবা ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দাবি করেছেন, তার বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে। চিকিৎসা শেষে তিনি থানায় মামলা করবেন বলে আমাদের জানিয়েছেন।
চম্পক কুমার/এআরবি