যাবজ্জীবন সাজা এড়াতে ২২ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার

নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন কারাদণ্ড এড়াতে দীর্ঘ ২২ বছর আত্মগোপনে ছিলেন মোকছেদুর রহমান (৬৩) নামে এক আসামি। শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে পারেননি তিনি। তার সঙ্গে আরও দুইজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।
এর আগে, সোমবার দিবাগত রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, নীলফামারী সদরের কানিয়ালখাতা দালালীপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে মোকছেদুর রহমান (৬৩), বাড়াইপাড়ার মৃত করবাল আলীর ছেলে মজিবুল ইসলাম মইজ্জা (৪৫) এবং পঞ্চপুকুর ইউনিয়নের মোসলেম উদ্দিনের ছেলে আমিনুর রহমান (৫২)।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মোকছেদুর রহমানকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। এরপর আত্মগোপনে চলে যান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকার দক্ষিণখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মজিবুল ইসলাম মইজ্জাকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। তিনিও রায় ঘোষণার সময় অনুপস্থিত থেকে আত্মগোপনে চলে যান। সাত বছর পর সোমবার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
একই আইনে দায়ের করা মামলায় আমিনুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। তিনি ১৫ বছর ধরে আত্মগোপনে ছিলেন। অবশেষে সোমবার রাতে গাজীপুরের কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি এম আর সাঈদ বলেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকা তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এএমকে