পৌনে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষক কারাগারে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌনে ৭ কোটি টাকা আত্মসাতের মামলায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবুল ইসলামকে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তিনি বলেন, শিক্ষক রাকিবুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালে স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক আব্দুল মজিদ চাকরিচ্যুত হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান রাকিবুল ইসলাম। দায়িত্বে থাকাকালে তিনি ভর্তি বাণিজ্য, অতিরিক্ত বেতন আদায়সহ স্কুলের এফডিআর ও একাধিক ব্যাংক হিসাব থেকে টাকা তুলে আত্মসাত করেন। এভাবে প্রায় ৭ কোটি টাকা গোপনে আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
পরবর্তীতে ২০২৩ সালে আদালতের নির্দেশে আব্দুল মজিদ পুনরায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব ফিরে পান। এরপরই রাকিবুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো প্রকাশ্যে আসে। একই বছরের ডিসেম্বরে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন প্রধান শিক্ষক আব্দুল মজিদ।
মো. নাজমুল হাসান/এএমকে