অস্ত্রসহ বোনের নির্বাচনী প্রচারণায় গিয়ে ভাই আটক

নির্বাচনকালীন সময়ে শর্ত ভঙ্গ করে আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে আবদুল আজিম (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুন) রাত পৌনে ৮টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।
আবদুল আজিম কাকচিড়া ইউনিয়নের গুদিঘাটা এলাকার মো. আলতাফ হোসেনের ছেলে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাকচিড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য প্রার্থী লাভলী ইসলামের ভাই। একটি শটগান ও পাঁচ রাউন্ড গুলিসহ লাভলীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে পুলিশের হাতে আটক হন তিনি। আজিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পাথরঘাটা থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা চলার সময় নিজের লাইসেন্স করা শটগান ও পাঁচ রাউন্ড গুলিসহ ওই বাজারে আসেন আজিম। এ সময় পথসভাস্থলে দায়িত্বপালনরত পুলিশ সদস্যরা তাকে আটক করে পাথরঘাটা থানায় নিয়ে যান।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শটগানসহ বোনের নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন আজিম। পরে ফকিরহাট বাজারে আসলে পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে আজিমের বোন ও সংরক্ষিত আসনের নারী সদস্য প্রার্থী লাভলী ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার বলেন, শর্ত ভঙ্গ করে নির্বাচনকালীন সময়ে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন করার অভিযোগে আবদুল আজিমকে আটক করা হয়েছে। অস্ত্র বহনের অভিযোগে আজিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. সাইফুল ইসলাম মিরাজ/এসকেডি