জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ

জুলাই সনদ ঘোষণা, জুলাই গণহত্যার বিচার ও আগামী নির্বাচনে পিআর পদ্ধতির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা জামায়াত-এর আয়োজনে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াত-এর আমীর অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল। এতে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি কাজী সগির আহমদ ও শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন।
সমাবেশে জেলা জামায়াত-এর নায়েবে আমীর আব্দুল আলিম বলেন, ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার জন্য শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে বারবার পাতানো নির্বাচন করেছে। একদলীয় শাসনের জাঁতাকলে জাতিকে পিষ্ট করেছে আওয়ামী লীগ। দেশের অর্থনীতি ধ্বংস করেছে, ব্যাংক লুটপাট করেছে, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের খুন-গুম করেছে। জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা গণহত্যা চালিয়েছে। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হতে দেওয়া হবে না।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই সনদ ঘোষণা নিয়ে সরকার গড়িমসি করছে। একটি দল জুলাই সনদ ঠেকাতে ভারতের সুরে কথা বলছে। জুলাই সনদ অবিলম্বে ঘোষণা করতে হবে। জুলাই সনদ-এর ভিত্তিতে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।
আরো বলেন, দেশের মানুষ এই ধরনের তাবেদার দলগুলোকে আর ভোট দেবে না। পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল আর ফ্যাসিস্ট হতে পারবে না।
আব্দুল্লাহ আল মামুন/এআইএস