খাগড়াছড়ির অবরোধে অ্যাম্বুলেন্সে হামলা-ভাঙচুর

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে একটি অ্যাম্বুলেন্সে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবরোধকারীরা সড়কে গাছ কেটে ও আগুন জ্বালিয়ে তাণ্ডব চালাচ্ছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি থেকে চট্টগ্রামগামী ‘সৌদিয়া’ নামের একটি অ্যাম্বুলেন্স আলুটিলা এলাকার পূর্ণবাসন এলাকায় পৌঁছালে ১৫-২০ জন অজ্ঞাতনামা পাহাড়ি যুবক লাঠিসোটা দিয়ে গাড়ির সামনের ও পেছনের কাচ ভাঙচুর করে। বর্তমানে অ্যাম্বুলেন্সটি মাটিরাঙ্গা পৌরসভার সামনে রয়েছে।
অ্যাম্বুলেন্স চালক মো. রাসেল হোসেন বলেন, আলুটিলা উঠার সময় হঠাৎ কয়েকজন যুবক এসে কিছু বোঝার আগেই গাড়ির কাচ ভেঙে দেয়। পরে আমি মাটিরাঙ্গা বাজারে গিয়ে আশ্রয় নিই।
আরও পড়ুন
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, অ্যাম্বুলেন্সটির সামনের ও পেছনের কাচ ভাঙা হয়েছে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে আনার চেষ্টা চলছে। জেলার বিভিন্ন স্থানে শতাধিক পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।
রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি পর্যটকবাহী বাস বিকল্প রুটে অন্য জেলায় চলে গেছে। এখনও কয়েকটি বাস যাত্রীসহ আটকে আছে। সন্ধ্যায় অবরোধ শেষ হলে এসব বাস খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেবে।
মোহাম্মদ শাহজাহান/এআরবি