যাত্রীবাহী বাসে বিজিবির অভিযান, প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর ওজন দুই কেজি ৩৩১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬৯ লাখ টাকা। এ সময় পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরের কাকিলাদাড়ী এলাকায় হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে এ অভিযান চালানো হয়। পরে রাতে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায়।
আটককৃতরা হলেন—কালীগঞ্জ উপজেলার খোদ্দর গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২৫) এবং কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে রণজিৎ বিশ্বাস (২৫)।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম জানান, অভিযানে প্রথমে বাস থেকে চারটি স্বর্ণের বারসহ সৌরভকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোটচাঁদপুর বাজার এলাকা থেকে সহযোগী রণজিৎকে আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। আটক দুজনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, স্বর্ণ আটকের ঘটনায় দুজনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল্লাহ আল মামুন/এআইএস