মুন্সিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়ায় সাপের কামড়ে সুলতানা রাজিয়া (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সেলাই মেশিনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত রাজিয়া গজারিয়ার ভবেরচর ইউনিয়নের সাতকাহনিয়া গ্রামের ভাড়াটিয়া হিসেবে বসবাস করা শফিকুল ইসলামের স্ত্রী। তার স্থায়ী বাড়ি কুমিল্লার গৌরপুরে। স্বামীর ব্যবসার সুবাদে বেশ কয়েক বছর ধরে তারা এখানে ভাড়া থাকছেন।
নিহতের স্বজনরা জানান, সাপ কামড় দেওয়ার পর তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসকেরা তৎক্ষণাৎ অ্যান্টিভেনম দেননি। পরে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী হুমায়ুন মিয়া বলেন, ভবেরচর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত না হওয়ায় অ্যান্টিভেনম দেননি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার আরশাদ কবির বলেন, রোগীর শরীরে সাপের কামড়ের সাধারণ লক্ষণ পাওয়া যায়নি। বিষধর সাপ কোন মানুষকে কামড়ালে সেখানে স্পষ্ট চিহ্ন থাকে এবং কিছু সময়ের মধ্যে শরীরে বিষের প্রভাব স্পষ্ট হয় তবে এই রোগীর ক্ষেত্রে বিষয়টি ওরকম ছিল না। তাই আমরা কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখতে বলেছিলাম। অ্যান্টিভেনম আমাদের হাসপাতালে ছিল। তবে স্বজনেরা অপেক্ষা না করে তাকে ঢাকা নিয়ে যান।
এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, আমরা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ব.ম শামীম/এআইএস