সুন্দরবনে কুমিরের আক্রমণে জেলে নিহত, মরদেহ এখনও নিখোঁজ

সুন্দরবনে কুমিরের আক্রমণে সুভ্রত মণ্ডল (৩২) নামে এক জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল খালে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টা পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
সুভ্রত মণ্ডল খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন জেলে এবং সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সুভ্রত ঢাংমারী স্টেশন থেকে রাজস্ব পরিশোধ করে পাশ সংগ্রহ করেন এবং মাছ ধরতে সুন্দরবনে প্রবেশ করেন। ফেরার পথে বিকেলে করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় একটি কুমির হঠাৎ তাকে আক্রমণ করে পানিতে টেনে নিয়ে যায়। সঙ্গে থাকা অন্যান্য জেলেরা চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেননি।
ঘটনার পর বন বিভাগ ও স্থানীয়রা করমজল খালে তল্লাশি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে প্রথমবার এবং সাড়ে ৫টার দিকে দ্বিতীয়বার খালে সুভ্রতের মরদেহ ভেসে উঠেছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিরটি মরদেহ ছেড়ে চলে গেলেও এরপর আর মরদেহটি দেখা যায়নি।
করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, সুভ্রত মণ্ডল ঢাংমারী স্টেশন থেকে পাশ কেটে আমুরবুনিয়া গ্রাম হয়ে জোংড়ায় মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার সময় করমজল খাল পার হওয়ার সময় কুমিরের আক্রমণের শিকার হন তিনি। এখনও তার মরদেহ উদ্ধারে তল্লাশি চলছে।
তিনি আরও বলেন, সুভ্রতের কোনো সন্তান নেই, তবে শুনেছি তার স্ত্রী সন্তানসম্ভবা। গত বছরও একইভাবে এক জেলে কুমিরের আক্রমণে নিহত হয়েছিলেন।
নিখোঁজ জেলের সন্ধানে অংশ নেওয়া ঢাংমারী গ্রামের ইস্রাফিল বয়াতি বলেন, আমরা খালে কুমিরের মুখে সুভ্রতকে দেখেছি। কুমির তাকে খায়নি, মুখে করে ঘুরছিল। পানি কমার পর আমরা তল্লাশি শুরু করি। রাত হয়ে যাওয়ায় আলোর ব্যবস্থা করে এখনো খোঁজ চলছে।
শেখ আবু তালেব/এআরবি