রামুর রাবার বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলায় পাহাড়ি নির্জন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার) সকাল ১০টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পূর্ব কুলালপাড়া কেন্দ্রীয় মহাশশ্মানের পাশে নাইক্ষ্যংছড়ি সড়কের প্রায় ৩০০ গজ সামনে ঠাকুর পাহাড়ের ওপর একটি গাছের সঙ্গে মরদেহটি ঝুলতে দেখা যায়।
স্থানীয়রা সকালে রাবার বাগানে কাজ করতে গিয়ে প্রথমে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন
রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, ময়নাতদন্তের রিপোর্টের পরই নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইফতিয়াজ নুর নিশান/এনএফ