শ্রবণ প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানসহ মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বান

জয়পুরহাটে শ্রবণ প্রতিবন্ধীরা আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে ৭ দফা দাবি জানিয়েছে। এসব দাবির প্রেক্ষিতে তারা বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় শহরের জিরো পয়েন্টে মসজিদ মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
জয়পুরহাট বধির সংঘ এবং জাতীয় বধির ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট বধির সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদের সভাপতি হান্নান চৌধুরী। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী খোকন, সাংগঠনিক সম্পাদক আল আশিক, সদস্য রানা এবং অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন
তাদের ৭ দফা দাবিগুলো হলো- বধিরদের সংগঠনের জন্য একটি নিজস্ব কার্যালয় স্থাপন করতে স্থানীয়ভাবে একটি সরকারি খাসজমি বরাদ্দ দেওয়া, ভবঘুরে ও দরিদ্র শ্রবণ প্রতিবন্ধীদের পুনর্বাসন, অর্থনৈতিক সহায়তা ও আবাসন সুবিধা প্রদান, সকল শ্রবণ প্রতিবন্ধীর জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আক্রান্ত সদস্যদের আইনি সহায়তা প্রদান, ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, ভিজিএফ কার্ড ও জিআর চাল বরাদ্দ দেওয়া, সকল বধির ব্যক্তির জন্য স্থানীয় গণপরিবহনে হাফ ভাড়ার ব্যবস্থা চালু করা, ক্ষুদ্র কুটির শিল্পে বধিরদের অংশগ্রহণে উৎসাহ দিতে তফসিলভুক্ত ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ প্রদান, ঢাকায় জাতীয় বধির ঐক্য পরিষদের মহাসমাবেশে ১৫ দফা দাবির প্রতি সমর্থন জানানো এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশে অংশগ্রহণকারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
চম্পক কুমার/এআরবি