পরিবারের সবাইকে বেঁধে ডাকাতি, বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া এলাকায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। পরিবারের সবাইকে হাত-পা বেঁধে ডাকাতি করার সময় আপনজনদের রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বিমোলা পদ্দার (৬৫) নামের এক বৃদ্ধ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে মুখোশধারী কয়েকজন সশস্ত্র ডাকাত ছাদ বেয়ে ঢুকে পড়ে তালোড়া বাজারের পরিচিত ব্যবসায়ী রাধেশ্যাম পদ্দারের বাড়িতে। ব্যবসায়ী রাধেশ্যাম পরিবারের সদস্যরা খৈল ও ভুসির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাঁচ ভাইবোন কেউই বিয়ে করেননি, সবাই একসঙ্গে একই বাড়িতে বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, ডাকাতরা প্রথমেই বাড়ির সবাইকে হাত-পা বেঁধে ফেলে। এ সময় সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন বিমোলা পদ্দার। কিন্তু সেই প্রতিরোধই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ডাকাতরা তাকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ঘরে তল্লাশি চালিয়ে প্রায় সাত লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
আরও পড়ুন
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ইতোমধ্যে একাধিক টিম তদন্তে নেমেছে এবং ভয়াবহ এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এআরবি