চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে প্রকৌশলীকে মারধরের অভিযোগ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে সহকারী প্রকৌশলীকে ঘুষি ও ধাক্কা মারার অভিযোগ উঠেছে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্না রানার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী প্রকৌশলী মো. নুরুল মোস্তফা শনিবার (১৮ অক্টোবর) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রের অনুলিপি তিনি হাসপাতালের সেক্রেটারি, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও জমা দিয়েছেন।
এতে তিনি বলেছেন, “গত ১৬ অক্টোবর দুপুর ১টা ১৫ মিনিটে ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্না রানা আমাকে তার রুমে ডাকেন। সেখানে ফায়ার ফাইটিং-সংক্রান্ত দুটি বিল নিয়ে জানতে চান তিনি। আমি তাকে জানাই বিষয়টি আমার নিয়ন্ত্রণাধীন নয়, এটি সিভিল সেকশনের কাজ। তখন তিনি অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন।”
ভুক্তভোগী মো. নুরুল মোস্তফা বলেন, একপর্যায়ে ভাইস প্রেসিডেন্ট আমাকে বুকে ঘুষি মারেন ও ধাক্কা দেন। পরে অর্গানাইজিং সেক্রেটারি এসে আমাদের আলাদা করেন। তবুও তিনি অকথ্য ভাষায় গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দিতে থাকেন। এদিন বিকেলে পরিচালক ও নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট রাজসাক্ষী হতে বলেন। ওনার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে কোনো সমস্যা হবে না, না হলে জেলে যেতে হবে বলে হুমকি দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্না রানা বলেন, হাসপাতালের কেনাকাটা নিয়ে একটি তদন্তে নানা অনিয়মের বিষয় উঠে এসেছে। সেই অনিয়ম ঢাকতেই আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
এমআর/এমটিআই