বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা জানালেন হুইপ

শেরপুরে বিদায়ী জেলা প্রশাসক আনারকলি মাহবুবকে সংবর্ধনা জানালেন জাতীয় সংসদের হুইপ। শনিবার (১৯ জুন) রাতে জেলা প্রশাসকের বাসভবনে এই সংবর্ধনা দেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক।
এ সময় বিদায়ী জেলা প্রশাসক ও হুইপ আতিকের মধ্যে শেরপুরে বিগত নানা উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক আনারকলি মাহবুব বলেন, বিগত দিনে শেরপুর জেলাবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমিও চেষ্টা করেছি জেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করতে। হয়তো কদিন পরেই চলে যাব। তবে যেখানেই যাই, শেরপুর জেলাবাসীর জন্য কিছু করবার চেষ্টা করব।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফখরুল মজিদ খোকন, সহসভাপতি মোসাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল (পিপি), যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দে ভানু, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ধর্মবিষয়ক সম্পাদক দুলাল উদ্দিন।
শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, শহর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
জাহিদুল খান সৌরভ/এনএ