মেহেরপুরে ভৈরব ও কাজলা নদী থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেরপুরে ভৈরব ও কাজলা নদীতে গোসল করতে গিয়ে তিন শিক্ষার্থীর নিখোঁজের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে মুজিবনগর উপজেলার রশিকপুর সুইচগেট এলাকায় ভৈরব নদীতে নিখোঁজের প্রায় সাত ঘণ্টা পর দুই শিক্ষার্থীর মরদেহ এবং সদর উপজেলার পিরোজপুর বিশ্বাসপাড়ায় কাজলা নদীতে নিখোঁজের পরপরই এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন– মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে তানভীর (২০) ও পিরোজপুর গ্রামের বিশ্বাসপাড়ার জল্লাদ হোসেনের ছেলে মাহবুব (১৫) এবং মুজিবনগর উপজেলার আমদহ গ্রামের মহির উদ্দিনের ছেলে কৌশিক (২১)। তানভীর মেহেরপুর পৌর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী, মাহবুব পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও কৌশিক স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থী।
আরও পড়ুন
প্রত্যক্ষদর্শী শাহিন আহমেদ জানান, দুপুরে মুজিবনগরের রশিকপুর গ্রামের ভৈরব নদীর স্লুইচগেট এলাকায় তানভীর ও কৌশিক গোসল করতে নেমে নিখোঁজ হন। খবর পেয়ে মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সন্ধ্যা ৭টার দিকে খুলনা থেকে ডুবুরি দল এসে অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে তানভীর ও রাত ৯টার পর কৌশিকের মরদেহ উদ্ধার করে।
অপরদিকে দুপুরে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর বিশ্বাসপাড়া এলাকায় মাহবুব নামে এক কিশোর গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করেন বলে জানান প্রত্যক্ষদর্শী নাছিম রেজা।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান দিপু জানান, মেহেরপুরে দুটি নদী থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তরিকুল ইসলাম/এসএসএইচ