মাইকিং করে কালুকে খুঁজছে মালিক

চার বছরের সঙ্গী কালুকে (কুকুর) খুঁজে পেতে কিশোরগঞ্জ শহরের অলিগলি জুড়ে চলছে মাইকিং। কেউ দেখে থাকলে জানাতে অনুরোধ জানানো হচ্ছে। কুকুর হারিয়ে শহরজুড়ে এমন মাইকিং সচরাচর দেখা যায় না। কিন্তু এ ঘটনা যেন কেবল একটি পোষা প্রাণীর নয়- এটি এক অসাধারণ ভালোবাসার গল্প।
এটি কোনো দামী সম্পদের খোঁজ নয়, বরং এক নিবিড় হৃদ্যতার অনুপস্থিতি। কালু ছিল পরিবারেরই একজন সদস্য। তাই এই সাদামাটা কুকুরটি নিখোঁজ হওয়ার খবরে সাড়া পড়েছে শহরজুড়ে।
চার বছর ধরে প্রিয় কুকুর কালুকে পরিবারের সদস্যের মতোই আগলে রেখেছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নাজির অনুকুল কান্তি তরফদার। কালুকে হারিয়ে তিনি এখন চোখের জল থামাতে পারছেন না।
গত শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এলাকা থেকে নিখোঁজ হয় কালু। দেশি জাতের এই কুকুরটির গায়ের রং সম্পূর্ণ কালো হলেও গলার চারপাশে সাদা পশমে তৈরি একটি গোল চিহ্ন রয়েছে, যা দেখে সহজেই তাকে শনাক্ত করা যায়। হারিয়ে যাওয়ার সময় তার গলায় একটি বেল্ট ছিল।
কান্নাজড়িত কণ্ঠে অনুকুল কান্তি তরফদার বলেন, কালু আমার কাছে শুধু কুকুর নয়, সে আমার পরিবারের একজন সদস্য। প্রতিদিন সকাল-বিকেল একসঙ্গে হাঁটতাম। যেদিন হারায়, সেদিনও ওকে নিয়ে হাঁটছিলাম। হঠাৎ এক মুহূর্তের অসতর্কতায় সে চোখের আড়াল হয়ে যায়। সারারাত খুঁজেছি, কোথাও পাইনি। পুরো পরিবার ভেঙে পড়েছে।
কুকুরটি হারানোর পর তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং নিজ উদ্যোগে শহরজুড়ে মাইকিং শুরু করেছেন। এটি কোনো গল্প নয়- এটি এক মানুষের প্রাণীপ্রেমের বাস্তব ও মানবিক উদাহরণ।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। মালিক থানায় অভিযোগ করেছেন এবং আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি।
আরও পড়ুন
শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে বলা হচ্ছে, একটি কালো কুকুর হারিয়েছে। গলায় সাদা পশম রয়েছে, ছিল একটি বেল্ট। কেউ দেখে থাকলে অনুগ্রহ করে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায় যোগাযোগ করুন।
এই ঘটনাটি আবারও প্রমাণ করে, প্রাণীর সঙ্গে মানুষের সম্পর্ক শুধু দায়িত্বের নয়- এটি গভীর ভালোবাসা, মমতা ও আত্মিক টানের। এখন নাজির অনুকুল কান্তি তরফদারের শুধু একটাই প্রার্থনা- কবে ফিরবে তার প্রিয় কালু।
এনামুল হক হৃদয়/এআরবি