ভোটের পাঁচ দিন আগে স্থগিত সিলেট চেম্বার নির্বাচনের কার্যক্রম

ভোটের মাত্র পাঁচ দিন আগে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
নির্বাচন স্থগিতের বিষয়টি ঢাকা পোস্ট-কে নিশ্চিত করেছেন পরিচালক পদপ্রার্থী শামসুর রহমান কামাল।
বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সদস্যপদ পুনঃযাচাই-বাছাই করে পুনঃতফসিলের মাধ্যমে ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্বাচনের স্থগিতাদেশের বিস্তারিত কারণ সেখানে উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, ভোটার তালিকা সংক্রান্ত কিছু সমস্যার অভিযোগ করেছিলেন কয়েকজন সদস্য। এ কারণে মন্ত্রণালয় তালিকা যাচাই-বাছাই করে পুনরায় তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, আগামী ১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল- সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
মাসুদ আহমদ রনি/এআরবি