‘বিএনপি এখন সত্য বললেও জনগণ বিশ্বাস করে না’

নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেছেন, বিএনপি গুজব ছড়ানোয় পিএইচডি করা। তারা অস্থিতিশীলতা বাড়াতে দেশে-বিদেশে গুজব ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। জনগণের কাছে তাদের আস্থা কমে গেছে। মিথ্যাচার করায় তারা এখন সত্য বললেও জনগণ তা বিশ্বাস করে না।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে নওগাঁ জেলা আওয়ামী লীগের লীগের কার্যালয়ে দলের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
নিজাম উদ্দিন জলিল জন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। কিন্তু বিএনপি প্রতিটি বিষয় নিয়ে মিথ্যাচারের মাধ্যমে সবসময় অপপ্রচারে লিপ্ত থাকে।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম সাবু, উপ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মামুনুজ্জামান মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছিম আহমেদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন, জেলা যুব মহিলা লীগের সভাপতি নাতিশা আলম, সাধারণ সম্পাদক ফেন্সি আখতার, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএআর