গণেশের পাশে দাঁড়ালেন বিএনপির বাচ্চু

সিরাজগঞ্জের সেই গণেশ রাজবংশীর পাশে দাঁড়ালেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর। সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি গণেশের বাড়িতে যান। এসময় তিনি পরিবারটির খোঁজখবর নেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। একইসঙ্গে গণেশ রাজবংশীর চলমান ডায়ালাইসিস ফি কমানোর বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গণেশের স্ত্রী তাপশী রাণী রাজবংশীর স্বনির্ভরতার জন্য খুব দ্রুত একটি সেলাই মেশিন দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এসময় জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ঢাকা পোস্টের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি যতটুকু পেরেছি, আর্থিক সহযোগিতা করেছি। ডায়ালাইসিস ফ্রি ও আর্থিক সহায়তার জন্য যা যা প্রয়োজন আমি করব।
ঢাকা পোস্টকে ধন্যবাদ জানিয়ে গণেশ রাজবংশীর ছেলে হৃদয় কুমার রাজবংশী বলেন, আপনাদের (ঢাকা পোস্ট) মিডিয়াতে সংবাদ প্রকাশ করায় আজ বিএনপির নেতারা এসেছিলেন। তারা আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা ভরসা পাচ্ছি। এতদিন কেউ আসেনি। এখন আশার আলো দেখতে পাচ্ছি।
প্রসঙ্গত, সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রানিগ্রামের বাসিন্দা শ্রী গণেশ রাজবংশী দীর্ঘদিন ধরে দুটি কিডনি অকেজো, হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তার ছেলে হৃদয় কুমার রাজবংশী বাবার চিকিৎসার খরচ জোগাতে সমাজের সহায়তা কামনা করেছিলেন।
ঢাকা পোস্টে সংবাদটি প্রকাশের পর রাজনৈতিক নেতা, সমাজসেবক ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় অসুস্থ গণেশ রাজবংশীর পাশে দাঁড়ান বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু।
নাজমুল হাসান/এমএএস