রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী খৈয়ম, চূড়ান্ত হয়নি একটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনের জন্য প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তবে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে প্রার্থী এখনও চূড়ান্ত করা হয়নি।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুমোদন করা হয়।
জানা গেছে, রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিয়ে পরাজিত হয়ে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সে সময় ফলাফল প্রত্যাখান করেছিলেন। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ নেননি। ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে ভোট কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন খৈয়ম। খৈয়ম ২০১৪ সালে রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ছিলেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি সেই বছর জাতীয় নির্বাচন বর্জন করেছিলেন।এ ছাড়া, তিনি রাজবাড়ী পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র ছিলেন।
সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, গত ১৭ বছর তিনি অনেক হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তাকে কারাবন্দিও থাকতে হয়েছে। এজন্য দল তাকে মূল্যায়ন করেছে। তিনি নির্বাচিত হলে রাজবাড়ীবাসীর জন্য দ্বিতীয় পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ, নদী শাসনসহ বেকার সমস্যা নিরসনে কাজ করবেন।
এদিকে রাজবাড়ী-২ আসনের বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ হারুন। এ ছাড়া, বিএনপি জোটের প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে