মাগুরার দুুটি আসনে ধানের শীষের প্রার্থী যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মাগুরা-১ (সদর - শ্রীপুর) আসনে জেলা বিএনপির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খান, মাগুরা-২ (সদর আংশিক, মহম্মদপুর-শালিখা) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
কেন্দ্র ঘোষিত মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা শুভেচ্ছা জানাচ্ছেন।
তাছিন জামান/এএমকে