ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী ইলেন ভুট্টো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঝালকাঠি-২ (সদর উপজেলা ও নলছিটি) আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ঝালকাঠি-১ আসনের প্রার্থীর নাম এখনো নির্ধারণ হয়নি, যাচাই-বাছাই শেষে তা ঘোষণা করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ।
রাজনীতির অঙ্গনে পুরনো নাম ইলেন ভুট্টো
ঝালকাঠি-২ আসনের রাজনীতিতে ইলেন ভুট্টো নতুন মুখ নন। প্রয়াত স্বামী জুলফিকার আলী ভুট্টোর জনপ্রিয়তা থেকেই তার রাজনৈতিক পথচলা শুরু। জুলফিকার আলী ভুট্টো ছিলেন এ অঞ্চলের জাতীয় পার্টির এক জনপ্রিয় নেতা। ১৯৮৬ ও ১৯৯৬ সালে তিনি জাতীয় পার্টি থেকে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০০ সালের ২৯ মে মৃত্যুবরণ করেন এই নেতা। পরের বছর ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ইলেন ভুট্টো আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমুকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৮ সালের নির্বাচনে ভুট্টো পরাজিত হন।
প্রায় এক যুগ রাজনীতির আলোচনায় না থাকলেও এলাকায় তার গ্রহণযোগ্যতা এখনও অটুট। রাজনৈতিকভাবে তিনি শান্ত, পরিমিত ও মার্জিত নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। স্থানীয়রা তাকে আজও ভদ্র রাজনীতিক হিসেবে মূল্যায়ন করেন।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বিএনপি এবার নারী নেতৃত্বকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছে। সেই প্রেক্ষাপটে ইলেন ভুট্টোর প্রার্থিতা নারী নেতৃত্বের পুনর্জাগরণ হিসেবেই দেখা হচ্ছে।
মনোনয়ন ঘোষণার পর ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন বলেন, আমরা দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে শিগগিরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বিএনপি সবসময় তৃণমূলের মতামতকে গুরুত্ব দেয়, এবারও সেটি বজায় থাকবে।
মনোনয়ন ঘোষণার পর ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, দল আমাকে যে আস্থা ও সম্মান দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি হয়তো সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ডে ততটা সক্রিয় ছিলাম না, তবে কখনো দল থেকে বিচ্ছিন্ন ছিলাম না। দলের প্রতিটি নেতাকর্মীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি, সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। আমার রাজনৈতিক জীবনের একমাত্র লক্ষ্য জনগণের আস্থা অর্জন করা। আমি চাই আমার এলাকার মানুষ নিরাপদে ঘুমাক, ঘরের দরজা খুলে যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে। চাঁদাবাজি-সন্ত্রাসের ভয় ছাড়াই বাঁচুক। আমার অঙ্গীকার নিজে কোনো অন্যায় করব না, কাউকে অন্যায় করতেও দেব না। উন্নয়ন, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করব।
ইলেন ভুট্টো জোর দিয়ে বলেন, ঝালকাঠি আমার আত্মার অংশ। এখানকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক আত্মিক। আমি প্রতিশ্রুতি দিচ্ছি জনগণের প্রতিটি সমস্যা আমি নিজের সমস্যা হিসেবে দেখব। আমার আসনে কেউ যেন ভয় বা অবিচারের শিকার না হয়, সে পরিবেশ তৈরি করাই হবে আমার প্রথম কাজ।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, আগামী সংসদ নির্বাচনের জন্য ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে মনোনয়ন দেওয়া একটি যথার্থ সিদ্ধান্ত। তিনি অভিজ্ঞ রাজনীতিক, জানেন কীভাবে জয়ী হতে হয়। এর আগে তিনি নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। বিএনপি এখন নারী নেতৃত্বকে এগিয়ে নিতে কাজ করছে এবং কয়েকটি আসনে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এটি দলীয় রাজনীতিতে এক যুগান্তকারী পদক্ষেপ। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষ বিজয়ী হবে। ঝালকাঠি-১ আসনের বিষয়ে যাচাই-বাছাই চলছে, বিষয়টি বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের টেবিলে আছে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরও বলেন, অন্য সব মনোনয়নপ্রত্যাশীরাও বিএনপির পরীক্ষিত নেতা। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ হয়ে সকলে একসঙ্গে কাজ করবেন, দলকে আরও শক্তিশালী করবেন এবং ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
নতুন সমীকরণে ঝালকাঠি-২
ইলেন ভুট্টোর প্রার্থিতা ঝালকাঠি-২ আসনে নতুন ভোটের সমীকরণ তৈরি করেছে। এলাকায় তার ব্যক্তিগত জনপ্রিয়তা, প্রয়াত স্বামীর রাজনৈতিক ভিত্তি এবং বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সব মিলিয়ে আসনটি এবার অন্যান্য দলের সঙ্গে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে।
শাহীন আলম/এআরবি